চিরিরবন্দর প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,চিরিরবন্দর এর আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় “পার্টনার কংগ্রেস”-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফতেহা তুজ জোহরা। হর্টেক্সের ভ্যালু চেইন প্রমোশনাল অফিসার মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার,দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রানিসম্পদ অফিসার রায়হান আলী, উপজেলা সমবায় অফিসার বাসুদেব চন্দ্র দাস, কৃষি সম্প্রসারন অফিসার সুমি আক্তার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর পূবালী ব্যাংক শাখার ম্যানেজার হারুণ অর রশিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা, পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি ও ধারণার পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া কৃষি খাতের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যকর দিকগুলো প্রজেক্টরের মাধ্যমে সচিত্র উপস্থাপন করা হয়। পাশাপাশি গ্যাপ (GAP) বাস্তবায়নের বিভিন্ন ধাপ সমূহকে একটি লে’আউটের মাধ্যমে দেখানো হয়। গ্রামীণ কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা এবং জনগণের জীবনমান উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাই এই প্রোগ্রামের লক্ষ্য।
দিনব্যাপী আয়োজিত এ কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।